বেল্লাল হোসেন( দিনাজপুর) ঘোড়াঘাটঃ
১২ বছর পর ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন ঘোড়াঘাট উপজেলার প্রতিবন্ধী শরিফুল ইসলাম মারুফ। রবিবার (১২ সেপ্টেম্বর) সকালে মারুফের হাতে ভোটার তালিকার অনলাইন কপি হস্তান্তর করেন ঘোড়াঘাট উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহজাহান মানিক। ভোটার তালিকার অনুযায়ী মারুফের বয়স ৩০ বছর।
জন্মের দেড় বছর পর ধান সিদ্ধ করার চুলায় পড়ে গিয়ে তার দুই হাতের কব্জিসহ মুখের অনেক অংশ পুড়ে যায়। সে নয়াপাড়া গ্রামের মৃত আসাদ আলীর ছেলে। সে এলাকায় পোড়া নামে পরিচিত।
প্রতিবন্ধীদের জন্য পূর্নবাসন ও সহযোগীতার জন্য সরকার বিভিন্ন প্রকল্প গ্রহন করলেও তার জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন কার্ড না থাকায় কোন সরকারি সুবিধা পায় নি মারুফ। বয়স প্রমানে টিকা কার্ড বা শিক্ষাগত যোগ্যতার কোন কাগজ তার কাছে নাই। পাশাপাশি পুড়ে যাওয়া দুই হাতের ফিঙ্গার না থাকায় এবং মুখের অধিকাংশ পুড়ে যাওয়ায় চোখের আইরিশ স্ক্যান জটিলতায় সে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে নি। সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে তাকে নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ায় উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রতিবন্ধীদের বিশেষ প্রকৃয়া অনুসরনের মাধ্যমে তাকে ভোটার তালিকায় যুক্ত করেন।
এছাড়া সোমবার ঘোড়াঘাট পৌরসভার মেয়র আব্দুর সাত্তার মিলন তার হাতে জন্মনিবন্ধন কার্ড তুলে দেন।
মারুফ বলে বিভিন্ন মহলে দেন দরবার করে বহু প্রতিক্ষার পর আমি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পেরেছি। এটাই আমার বিরাট পাওয়া। আমার এখন সরকারি অনুদান পাওয়ায় কোন বাধা থাকল না।