বেল্লাল হোসেন( দিনাজপুর) ঘোড়াঘাটঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ইজিবাইক চালক মনোয়ারুল ইসলামের হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার(৯ই সেপ্টেম্বর) সকালে ঘোড়াঘাট উপজেলার রানিগঞ্জ বাজার নামক স্থানে দিনাজপুর – বগুড়া আঞ্চলিক মহাসড়কে বাংলাদেশের অটোবাইক সোসাইটি রানিগঞ্জ বাজার শাখার আয়োজনে এ মানববন্ধন ও ঘন্টা ব্যাপি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ প্রতিবাদ সভায় সংগঠনের সাধারন সম্পাদক শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্যে রাখেন নারি নেত্রী কোহিনূর আক্তার, মনোয়ারুলের বাবা, সংগঠনটির যুগ্ন সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ক্রিয়া সম্পাদক রিমন মিয়াসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য গত ২৬ শে আগস্ট মনোয়ারুল ইসলাম ইজিবাইক নিয়ে বের হলে দুবৃত্তরা ভাড়ার কথা বলে নিয়ে গিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। পরের দিন সকালে তার লাশ জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার শালাইপুর নামক স্থান থেকে পুলিশ উদ্ধার করে। এ হত্যায় জড়িত ৬ জনের মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পাঁচবিবি থানা পুলিশ।