মানিকগঞ্জ প্রতিনিধি ঃ ২৩ আগষ্ট
মানিকগঞ্জে বিধবা ও দুঃস্থ্য নারীদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন এবং প্রতিবন্ধীদের চলাচলের জন্য হুইল চেয়ার বিতরনের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে।
সোমবার দুপুর দেড়টার দিকে মানিকগঞ্জ জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদের হল রুমে জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী দূর-রে শাহওয়াজ ও প্রকৌশলী মোজাম্মেল হকসহ জেলা পরিষদের সদস্যদের উপস্থিতিতে এই সহায়তা বিতরণ করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে জেলার বিধবা ও দুঃস্থ্য নারীদের মাঝে ৮৯ টি সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের ৩২টি হুইল চেয়ার এবং জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও প্রেসক্লাবে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন বলেন, সেলাই মেশিনের মাধ্যমে আপনাদের কমর্সংস্থান সৃষ্টি হবে। এর মাধ্যমে আপনার সংসারের অভাব অনটন দূর হবে। আর যেসকল প্রতিবন্ধীরা চলাফেরা করতে পারেন না। এই হুইল চেয়ারের মাধ্যমে তারা চলাফেরা করতে পারবেন। এসব সেলাই মেশিন ও হুইল চেয়ারের মাধ্যমে আপনারা উপকৃত হবেন।
বিপ্লব চক্রবর্তী