মানিকগঞ্জ প্রতিনিধি ঃ ২১ আগষ্ট
শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা ও আইভী রহমানসহ সকল নেতৃবৃন্দের হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকরের দাবীতে মানিকগঞ্জে বিক্ষোভ কর্মসূচী ও সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ। শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে এবং জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালামের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবিএম হেলাল উদ্দিন, অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, পৌরসভার মেয়র মো: রমজান আলী, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট বাদরুল ইসলাম খান বাবলু, আ.ফ.ম সুলতানুল আজম খান আপেল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষ্মী চ্যার্টাজি, জেলা যুবলীগের আহবায়ক ও মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা এবং জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাদ কোরাইশী সুমন।
বক্তারা একুশের গ্রেনেড হামলার প্রতিবাদ করেছেন এবং দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবী করেন। সমাবেশে শেষে জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করে তারা।
অপর দিকে একুশের গ্রেনেড হামলার প্রতিবাদে বিকেলে জেলা যুবলীগ দলীয় কার্যালয়ে সমাবেশের আয়োজন করেন।