মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে আজ শনিবার সকালে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পিকআপ ভ্যানের চালকসহ বাসের আটজন আরোহী আহত হন। এ ঘটনায় মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। দুর্ঘটনাস্থলের দুপাশে প্রায় ছয় কিলোমিটার এলাকায় বিভিন্ন যানবাহন আটকা পড়ে।
গোলড়া হাইওয়ে থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল শুক্রবার রাতে ময়মনসিংহ থেকে মাছের পোনা নিয়ে গোপালগঞ্জে যাচ্ছিল পিকআপ ভ্যানটি। আর মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল স্থানীয় সেলফি পরিবহনের একটি বাস। সকাল পৌনে ছয়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। পিকআপ ভ্যানের চালক পারভেজ মিয়া (২৮) গুরুতর আহত হন। এ ছাড়া অন্তত সাতজন যাত্রী আহত হন। খবর পেয়ে গোলড়া হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
আজ সকালে সরেজমিনে দেখা গেছে, দুর্ঘটনার পর যানবাহন দুটি দুমড়েমুচড়ে মহাসড়কের ওপর আটকে গেলে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ঘটনাস্থলের উভয় পাশে প্রায় ছয় কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে সকাল পৌনে সাতটার দিকে পুলিশ রেকার দিয়ে মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত যান দুটিকে সরিয়ে নিলে যানবাহন চলাচল শুরু হয়।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, গুরুতর আহত পিকআপ ভ্যানের চালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।