নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ ,১১ আগষ্ট।
গত ২৪ ঘণ্টায় ৩৬৯টি নমুনা পরীক্ষায় ১২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা
বিবেচনায় আক্রান্তের হার ৩৪ দশমিক ৯৫ শতাংশ। এসময়ে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট
কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় মারা গেছেন চারজন। এদের মধ্যে করোনায় একজন এবং উপসর্গে তিনজন। আজ বুধবার সকালে সিভিল সার্জন কার্যালয়
এবং কোভিড ডেডিকেটেড হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. কাজী একেএম রাসেল বলেন, ‘গত ২৪ ঘন্টায় আমাদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়
মারা গেছেন চারজন। এদের মধ্যে করোনায় একজন এবং উপসর্গে তিনজন। আজ সকাল
১০টা পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন ২০০জন রোগী। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৩৭জন।’

সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুন নাহার বন্যা জানান, গত ২৪ ঘন্টায় মানিকগঞ্জে ৩৬৯টি নমুনা পরীক্ষায় ১২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে মানিকগঞ্জ
সদরের ৫৩ জন, হরিরামপুরে ২৪ জন, সিংগাইরে ১৮ জন, ঘিওরে ১৫ জন, শিবালয়ে ১২ জন,
সাটুরিয়ায় ৬ জন এবং দৌলতপুর উপজেলায় রয়েছেন ১ জন।’

তিনি আরও বলেন, জেলায় এ পর্যন্ত ৩৬ হাজার ৮৬৫ টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত
হয়েছেন ৬ হাজার ৮০১জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৭৭জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১১২ জন।