মডেল মসজিদের বারান্দায় টিকটক ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ইয়াসিন নামে এক যুবককে আটক করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ। ইয়াসিন দ্বেবিদ্বার উপজেলার মরিচাকান্দি গ্রামের বাসিন্দা।
সম্প্রতি দাউদকান্দি মডেল মসজিদের বারান্দা ও সিড়িতে হিন্দি গানের সাথে বিভিন্ন ভঙ্গিতে লাইকি ভিডিও তৈরী করেন ইয়াসিনসহ কয়েকজন তরুন তরুনী। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে বিভিন্ন অঙ্গনে।
সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মোঃ জুয়েল রানা কয়েকদিন আগে তাঁর ফেসবুক ওয়ালে টিকটকারকে চিহ্নিত করতে সহযোগিতা চেয়েছিলেন। তিনি জানান, প্রযুক্তির মাধ্যমে ইয়াসিনকে চিহ্নিত করার পর আজ রবিবার তার নিজ বাড়ী দ্বেবিদ্বার থেকে তাকে আটেক করা হয়েছে।
এএসপি জুয়েল রানা বলেন, রাতারাতি জনপ্রিয়তা পাওয়ার জন্য অনেকেই এ ধরনের ভিডিও তৈরি করে নৈতিকভাবে ধ্বংসের পথে পা বাড়াচ্ছে। অশ্লীল টিকটক, লাইকি ও বিগো লাইভ ভিডিও সমাজের নৈতিক অবক্ষয় ও যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অপরদিকে দুষ্টচক্রের হাতে পড়ে অনেক নারী শ্লীলতাহানিসহ কোমলমতি শিশু-কিশোররা পাচার হচ্ছে। এমনকি অনেকে বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। মাদক সেবন এবং মাদক ব্যবসার সাথেও জড়িত হচ্ছে। টিকটক কিশোর অপরাধের মতো ঘটনাগুলো উসকে দিচ্ছে। তিনি আরো বলেন, দাউদকান্দিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।