মানিকগঞ্জ প্রতিনিধি ঃ ২৫ জুলাই
মানিকগঞ্জ সদর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আলমগীর হোসেন (৩৮) নামের একজন ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার বিকেলে মানিকগঞ্জ-সিঙ্গাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের ডেফলতলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর জেলার দৌলতপুর উপজেলার হাটাইল গ্রামের মো. ইছামুদ্দিনের ছেলে। তিনি ঢাকার মিরপুরে ভাড়া বাসা থাকতেন। মিরপুরেই থাই এ্যালুমিনিয়ামের ব্যবসা করতেন।
নিহতের বন্ধু আশরাফুল ইসলাম জানান, রোববার দুপুরে ঢাকার মিরপুর থেকে মোটরসাইকেল চালিয়ে আলমগীর হোসেন দৌলতপুরের হাটাইল গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। বিকেল চারটার দিকে মানিকগঞ্জ-সিঙ্গাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের ডেফলতলি এলাকায় মোড়ঘোরায় সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা খুঁটিতে সজোরে ধাক্কা লাগে। এতে তিনি ঘাড়ে গুরুতর আঘাত পান।
পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে সিএনজিচালিত একটি অটোরিকশায় মানিকগঞ্জ জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গুহাসপাতাল) নেওয়ার পরামর্শ দেন। বিকেল পাঁচটার দিকে ওই হাসপাতালে নেওয়ার পথে সিংগাইর উপজেলার ধল্লা এলাকায় তাঁর মৃত্যু হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, খোজ নিয়ে জানা গেছে সড়ক দুর্ঘটনায় নিহতর ওই ব্যক্তির লাশ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন।