ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা:
মানিকগঞ্জের ঘিওরে কীটনাশক পান করে এক সন্তানের জননীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। রবিবার সকাল ১১ টার দিকে ঘিওর থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের তাড়াইল গ্রামের আব্দুল মজিদের মেয়ে যুঁথী আক্তারের (৩৩) মানিকগঞ্জ সদরের বেউথা এলাকার শিক্ষানবিশ আইনজীবী সুমন বিশ্বাস এর সাথে বিয়ে হয়। তাদের আড়াই বছরের একটি পুত্র সন্তান রয়েছে। যুঁথী বেশ কিছুদিন যাবত মস্তিষ্কের রোগে আক্রান্ত ছিল। ঘটনার দিন সকালে সে বাবার বাড়ি যাবার উদ্দেশ্যে মানিকগঞ্জের শ্বশুর বাড়ি থেকে বের হন। বানিয়াজুরী বাসস্ট্যান্ডের অদূরে একটি ইটভাটার পরিত্যক্ত রুমে সে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে। স্থানীয় ব্যক্তিরা তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঘিওর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যান।
ঘিওর থানার ওসি মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, স্থানীয়দের খবর মোতাবেক ঘটনার কিছুক্ষণের মধ্যেই আমি সহ পুলিশ ফোর্স মেয়েটিকে জীবিত উদ্ধার করে। ঘিওর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পরে সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় । এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।