ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি ৬ জুলাই:
মানিকগঞ্জের ঘিওরে ক্ষুদ্র নৃগোষ্ঠি আদিবাসীদের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিশেষ বরাদ্দ হিসেবে ৫ জন আদিবাসীর বসতবাড়িতে ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কুঠিবাড়ি এলাকায় এই ঘর নির্মাণ কাজ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল, উপ সহকারী প্রকৌশলী ইশতিয়াক আহমেদ, আদিবাসী সংগঠনের সভাপতি সুকুমার সরকার, সাধারণ সম্পাদক উত্তম সরকার প্রমুখ। উল্লেখ্য, আদিবাসী হতদরিদ্র পরেশ সরকার, সুশান্ত সরকার, স্বপন সরকার, রশো বিশ্বাস ও নিতাই বিশ্বাসের নামে ঘরগুলো বরাদ্দ দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম বলেন, জমি আছে ঘর নাই এমন ৫ জন আদিবাসী সম্প্রদায়ের মাঝে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিশেষ বরাদ্দ হিসেবে এই ঘর বিতরণ করা হয়। ৫টি ঘরের নির্মাণ ব্যয় ৯ লাখ ৮৫ হাজার টাকা।