আজিজুল মজিদ কাজল, ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি। ৫ জুলাই।
মুজিব জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মানিকগঞ্জের ঘিওরে আবাসন প্রকল্প পরির্দশন করেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। সোমবার বেলা ১২ টায় উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের জোকা ও ঘিওর ইউনিয়নের মাইলাগী আবাসন প্রকল্প পরির্দশন শেষে সেখানে বসবাসকারীদের সাথে মতবনিমিয় করেন এবং তাদের দুঃখ দুর্দশার কথা শোনেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শামীম আরা নীপা, উপজেলা নির্বাহী অফিসার মো: নাজমুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন র্কমর্কতা মোঃ জাহাঙ্গীর আলম, সহকারি প্রকৌশলী ইশতিয়াক আহম্মেদ প্রমূখ।
এ সময় আবাসন প্রকল্পের বাসন্দিারা তাদের নানাবিধ সমস্যার কথা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। তারা বলেন আবাসন প্রকল্পের পাশেই ধলেশ্বরী নদী, যেকোন সময় আবসন প্রকল্পটি ভেঙে নদীতে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। তাই নদী ভাঙ্গন রোধে দ্রুত র্কাযকরী পদক্ষপে নেয়ার জন্য তারা জোর দাবি জানান। এছাড়াও তাদের পানি, বিদ্যুৎ সমস্যার কথা তুলে ধরনে জেলা প্রশাসক মহোদয়ের কাছে। জেলা প্রশাসক তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।