ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি, ৩ জুলাই। সরকার ঘোষিত কঠোর বিধি নিষেধ বাস্তবায়নে ঘিওর উপজেলা প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করেছে। ঘিওর উপজেলায় সর্বত্র প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।
ঘিওরে খোলেনি কোন দোকানপাট, রাস্তাঘাটে ছিল না কোনো যানবাহন। এসময় ঘিওর ঢাকা এবং বরঙ্গাইল ঘিওর টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কে অনুমোদিত নিত্য প্রয়োজনীয় যানবাহন ও ঔষধ দোকান ছাড়া কোন ধরনের যানবাহন বা দোকান খোলা হয়নি।
ঘিওর উপজেলাধীন ঢাকা আরিচা মহাসড়কের বানিয়াজুরী এলাকায় সরেজমিন সকাল ১১ টায় দেখা যায়, পুলিশের কঠোর অবস্থান। এ সময় বিজেপির কয়েকটি টিমকে টহল দিতে দেখা গেছে। ৩য় দিনে উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসন, পুলিশ ও ম্যাজিষ্ট্রেটের একাধিক টিম অবস্থান করে। পথচারী ও নিত্যপ্রয়োজনীয় দোকান ব্যবসায়ীদের আইন মেনে চলার জন্য প্রচার প্রচারনা চালিয়ে যাওয়া হয়।
ঘিওরের সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদা শাবাব জানান, সরকার ঘোষিত লকডাউনের ৩য় দিনে আমরা সড়ক-মহাসড়ক ও হাট বাজার কড়া নজরদারিতে রেখেছি। অনুমোদিত ছাড়া কোন যানবাহন চলাচল করেনি। বালিয়াখোড়া বাজার, জাবরা বাজার, বড়টিয়া বাজার, বানিয়াজুরী বাজার, বানিয়াজুরী বাস স্ট্যান্ড এ তিনি মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় তিনি ৪টি মামলা ও ১ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করেন।