ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি, ২ জুলাই :
লকডাউন কর্যকর করতে কঠোর অবস্থানে ঘিওর উপজেলা প্রশাসন। আজ শুক্রবার ঘিওরে লকডাউন এর বিধি নিষেধ অমান্য করে দোকান খোলা রাখা, অযথা ঘোড়াঘুরি এবং গাড়ি চালনার দায়ে মোবাইল কোর্ট করে জরিমানা আদায় করা হয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদা শাবাব এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘিওর বাজার, পঞ্চ রাস্তা, বানিয়াজুরীসহ উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় পথচারী, দোকানদার ও গাড়ির চালকদের বিভিন্ন অংকের টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল ইসলাম বলেন, সরকার ঘোষিত বিধি নিষেধ অমান্য করায় উপজেলা প্রশাসন, মোবাইল কোর্টের মাধ্যমে ১৮টি মামলা করেছে এবং ৭ হাজার ছয়শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও বিভিন্ন হাট-বাজার রাস্তাঘাটে আইন মেনে চলার জন্য প্রচার প্রচারণা চালানো হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।