মোঃ ওবায়দুর রহমান, ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি : ৬ মে।
ঘিওরের বিভিন্ন স্থানে বজ্রপাতে ৩জন নিহত হয়েছেন আহত হয়েছেন ১জন। আহত ব্যক্তিকে মুমূর্ষ অবস্থায় ঘিওর উপজেলা হেলথ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জান যায় গত ৬ মে রবিবার সন্ধায় ঘিওর উপজেলার চরবৈলট গ্রামের মুক্তার মিয়ার ছেলে শাহীন মিয়া (১৮) ধান কাটতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন। সে মহাদেবপুর ডিগ্রী কলেজের ১ম বর্ষের ছাত্র। শেষ বিকেলে জমির ধান কাটা শেষ করে বাড়িতে আসার সময় বজ্রপাতে নিহত হয়।
উপজেলার ঠাকুরকান্দি গ্রামের আর্শেদ মিয়ার ছেলে জুলহাস মিয়া জুলু (২৮) এবং কুস্তা গ্রামের মোঃ লতিফ মিয়ার ছেলে মোঃ ইবাদুল (৩০) তার বাঙ্গী ক্ষেতে কাজ শেষে গোসল করতে যায়। এক পর্যায়ে বাড়িতে ফেরার সময় বজ্রপাতে তারা ২জন নিহত হয়। রাতে অনেক খোজাখুজির এক পর্যায়ে রাত সাড়ে আটটার সময় তাদের ২ জনের লাশ পাওয়া যায়। অপরদিকে তাদের বাড়ীতে কৃষিকাজ করতে শ্রমিক ওয়াসিম (৩০) মারাত্মক আহত হয়। তার বাড়ি চাপাইনবাবগঞ্জ জেলার খারবাথারা গ্রামে। মুমুর্ষ অবস্থায় তাকে ঘিওর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
ঘিওর থানার অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব জানান, গতকাল রবিবার ঘিওরে বজ্রপাতে ৩ জন নিহত ও ১জন আহত হয়েছে। আমি ঘটনা শোনার পরে রাতে নিহতদের বাড়িতে গেছি। তাদের সাথে কথা বলেছি। মানবিক কারনে লাশগুলো তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে।