মোঃ সাইফুল ইসলাম, ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি, ৭ এপ্রিল ।
মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের শিহরপুর গ্রামে আগুনে পুড়ে  ছাই হয়ে গেছে ৪ টি পরিবারের ১৩ টি ঘরের সমস্ত মালামাল । বাদ পড়েনি গবাদি পশুও ।  বুধবার (৭ এপ্রিল) বিকেলে সিংজুরী ইউনিয়নের শিহরপুর গ্রামে  এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ।
ক্ষতিগ্রস্ত এক কৃষক জানান, দুপুরে রান্না করতে গিয়ে চুলা থেকে এ আগুনের সূত্রপাত ঘটে । রান্নাঘরের পাশেই ছিল সেলো মেশিনের তেলের ড্রাম । ড্রামটি বিস্ফোরিত হয়ে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। এলাকার লোকজন প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে । ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে সর্বস্বান্ত হয়ে যায় কৃষক পরিবারগুলো । সঙ্গে পরনের কাপড় ছাড়া কিছুই রেখে যায়নি সর্বনাশা আগুন ।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা হলেন , শিহরপুর গ্রামের মৃত সানুর ৪ ছেলে মোহাম্মদ ফারুক, মোঃ ওহাব, মোঃ শাহজাহান ও মোঃ মান্নান মিয়া । ক্ষতিগ্রস্ত পরিবারের চন্দ্রবানু বলেন, আমার ছেলেরা সবাই দিনমজুর কাজ করে সংসার চালায় হঠাৎ আগুনে পুড়ে সব ছাই হয়ে গেছে, ভিটেমাটি ছাড়া কিছুই বাকি নেই । এখন আমরা কি খেয়ে বাঁচব ,সরকারের কাছে সাহায্যের জন্য আকুল আবেদন জানাই। পরিবারের দেওয়া তথ্যমতে,  ৬ টি গাভী, মজুদকৃত শুকনো তামাক ,ধান,চাল ও নগদ অর্থসহ প্রায় আনুমানিক ৩৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।

এ বিষয়ে ঘিওর উপজেলা নির্বাহি অফিসার আইরিন আক্তার জানান,  আগুন লাগার বিষয়টি প্রথমে ফেসবুকের মাধ্যমে জানতে পারি । পরে তাৎক্ষণিক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দু,জন প্রতিনিধি পাঠানো হয়েছিল । অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের ক্ষয়ক্ষতির পরিমাণ রেকর্ড করা হয়েছে। বিষয়টি জেলা প্রশাসক মহোদয় কে জানানো হয়েছে। খুব শীঘ্রই ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হবে।