মানিকগঞ্জের ঘিওর উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে যথাযোগ্য মর্যাদায় তেরশ্রী স্মৃতিস্তম্ভ প্রাঙ্গনে গণহত্যা দিবস পালিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান হাবিব, থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ, ডেপুটি কমান্ডার কে এম সিদ্দিক আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল আলীম মিন্টু, ঘিওর ডি, এন হাই স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ মিজানুর রহমান শিকদার, পয়লা ইউপি চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদ প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঘিওর প্রেসকাবের সাধারন সম্পাদক রামপ্রসাদ সরকার দীপু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলী ইকবাল বাহার ভিপি শামীম, আইন বিষয়ক সম্পাদক এ কে সারোয়ার কিরন খান, দপ্তর সম্পাদক গৌরাঙ্গ কুমার ঘোষ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ নাজমূল হক স্বপন, যুবলীগের সভাপতি বাবুল বেপারী, সাধারন সম্পাদক মোঃ শরীফুল ইসলাম, ঘিওর প্রেসকাবের সাধারন সম্পাদক রামপ্রসাদ সরকার দীপু প্রমুখ।
এ ছাড়া সন্ধ্যায় ঘিওর কেন্দ্রীয় শহীদ মিনারে এবং তেরশ্রী শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ প্রাঙ্গনে মোমবাতি প্রজ্জলনের আয়োজন করা হয়।