শহিদুল ইসলাম, মানিকগঞ্জ ঃ
করোনা সংক্রমন রোধে মাস্ক বিতরনসহ জনসচেতনতায় নানা প্রচার প্রচারনায় আবারও মাঠে নেমেছে পুলিশ। শুক্রবার শিবালয় উপজেলার বিভিন্ন মসজিদে জুম্মা নামাযে আগত মুসুল্লিদের মাঝে থানা পুলিশ মাস্ক বিতরন করে। এ ছাড়া, জুম্মার খুৎবার আগে সমবেত মুসুল্লিদের উদ্দেশ্যে করোনা থেকে রক্ষার উপায় ও পুলিশি সেবা সর্ম্পকে আলোচনা করা হয়।
উপজেলার উথলী খাদ্য গুদাম রোড মসজিদে শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ কবির এ সর্ম্পকে বলেন, দেশে নতুন করে আবারও করোনা প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে। এ থেকে রক্ষায় আপনাদের নিজ-নিজ অবস্থান থেকে সর্তক থাকতে হবে। স্বাস্থ্য বিধিনুযায়ী সর্ব ক্ষেত্রে মাস্ক পরিধান করতে হবে।
পুলিশি সেবা সর্ম্পকে ওসি ফিরোজ কবির বলেন, পুলিশ আপনাদের বন্ধু, আমরা আপনাদের সেবায় নিয়োজিত। বর্তমান আইজিপি, ঢাকা রেঞ্জ ডিআইজি ও মানিকগঞ্জ পুলিশ সুপার মহোদয়ের বিশেষ নির্দেশনায় পুলিশি কার্যক্রমে স্বচ্ছতা ফিরেছে। থানায় মামলা, জিডি ও পুলিশ ক্লিয়ারেন্স পেতে কোন টাকা লাগেনা। এ ক্ষেত্রে কেউ অবৈধ আর্থিক লেনদেন করতে চাইলে আমাকে অবহিত করবেন। অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ওসি আরোও বলেন, থানা কে দুর্নীতিমুক্ত ও জেনগনের সেবার আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলতে আপনাদের সহায়তা প্রয়োজন। সমাজে মাদক, জঙ্গি, সন্ত্রাস, ইভটিজিং বাল্য বিবাহসহ নানা অনিয়ম-দুর্নীতি রোধে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন। আপনারা দেয় সঠিক তথ্যে সমাজ পরিবর্তনে সহায়ক হবে ইনশাআল্লাহ।