মানিকগঞ্জের ঘিওরের ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীরমুক্তিযোদ্ধ কমরেড আব্দুল হাকিম (৯৩) আর নেই ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার দিবাগত রাত ৪ টায় ঘিওর উপজেলা এলাকায় তাঁর নিজ বাসায় বার্ধক্যজনিত বিভিন্ন রোগে তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, এক ছেলে, দুই কন্যা ও অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার ১৫ ই (মার্চ) বেলা ০২ঃ ০০ ঘটিকায় ঘিওর ডি এন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার ১ম জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।
কর্মজীবনে কমরেড আ.হাকিম মাস্টার তেরশ্রী কে.এন. ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক ছিলেন। ৫২র ভাষা আন্দোলন, ৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধ এবং ৯০’এর স্বৈরাচারী বিরোধী আন্দোলনে তিনি রাজপথে থেকে সক্রিয় আন্দোলনে অংশগ্রহণ করেন। ১৯৪৯ সালে আ. হাকিম মাস্টার তেরশ্রী কে.এন. ইনস্টিটিউশনের ছাত্র থাকাকালীন ভাষা আন্দোলনে যুক্ত হয়ে পড়েন। তিনি তৎকালিন মানিকগঞ্জ মহাকুমা কমিউনিষ্ট পাটির সভাপতি ছিলেন।
মরহুম আব্দুল হাকিম মনিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের কলিয়া গ্রামের আব্বাস উদ্দিন ও আছিরুন বেগমের ৩ ছেলের মধ্যে মেঝো ছেলে ছিলেন।