মানিকগঞ্জ প্রতিনিধি ঃ ১৬ জানুয়ারী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, জানুয়ারি মাসের শেষের দিকে আমরা করোনার ভ্যাকসিন পাবো। এ ভ্যাকসিন আগে করোনা নিয়ন্ত্রেণে কাজ করা সম্মুখযোদ্ধাদের দেওয়া হবে। পর্যায়ক্রমে দেশের সকল মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হবে। শনিবার মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা সদরে সাটুরিয়া পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের নব নির্মিত ভবন উদ্বোধন ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
জাহিদ মালেক বলেন, বিশ্বের অনেক দেশের অর্থনৈতিক অবস্থা মাইনাসে চলে গেছে। তবে আমাদের দেশের উন্নয়ন হচ্ছে। দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। এখনও দেশ থেকে করোনা চলে যায়নি। তাই সবাইকে মাস্কের যথাযথ ব্যবহার করতে হবে।
করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশের সুনাম বেড়েছে বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, বিশ্বের বড় বড় দেশ যেখানে করোনা নিয়ন্ত্রণ করতে পারেনি সেখানে আমাদের দেশে করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। আমাদের দেশে করোনায় মৃতুহার অন্যান্য দেশের চেয়ে অনেক কম। বিশ্বে করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশের অবস্থান ২০ তম।
সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবদুল মজিদ বক্তব্য দেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আবদুর রহমান ও গোলাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
অপর দিকে বিকেলে মানিকগঞ্জ শহরের বেউথা এলাকায় মানিকগঞ্জ বহুতল সমন্বিত অফিস কমপ্লেক্স ভবণের নির্মান কাজের ভিত্তি প্রস্তর করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু জাফর, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা প্রমূখ।

বিপ্লব চক্রবর্তী