মানিকগঞ্জ সদর উপজেলার রাজনগর গ্রামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বুধবার সকালে গ্রামের একটি খেত থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শনিরাম মালো (৩২) রাজনগর গ্রামের মৃত হরিদাস মালোর ছোট ছেলে। জেলা শহরের লক্ষ্মীমণ্ডপ এলাকার একটি মিষ্টির দোকানে কাজ করতেন শনিরাম।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে রাজনগর গ্রামের বাড়ির প্রায় আধা কিলোমিটার দূরের একটি খেতে শনিরামের রক্তাক্ত লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে দুপুর ১২টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত যুবকের চাচাতো ভাই মনোরঞ্জন মালো জানান, আগের দিন (মঙ্গলবার) রাত আটটার দিকে গ্রামের একটি চায়ের দোকানে শনিরামের সঙ্গে তাঁর কথা হয়। পরে তিনি বাড়িতে চলে যান।

শনিরামের ভাতিজা বিকাশ মালো বলেন, রাত ১০ দিকে তাঁর চাচা (শনিরাম) রাতের খাবার না খেয়েই ঘরে ঘুমাতে যান। রাত দুইটার দিকে ঘরের দরজার বাইরে থেকে আটকানো (শিকল) ছিল। এ সময় তাঁর চাচা ঘরে ছিলেন না। সকালে খোঁজাখুঁজির একপর্যায়ে তাঁরা ঘটনাস্থলে চাচার লাশ পড়ে থাকার খবর পান।

স্থানীয় আটিগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য রহিমা বেগম বলেন, ‘ছেলেটি (শনিরাম) ভদ্র ও শান্ত স্বভাবের ছিল। কারও সঙ্গে তার শত্রুতা থাকার কথাও নয়। অথচ এই ছেলেকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হলো!’

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এরফান আনছারী বলেন, লাশের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের মারাত্মক ক্ষত রয়েছে। তাঁর দুই হাতেরই কবজিতে আঘাতের চিহ্ন রয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে যান জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা। তিনি বলেন, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ওই যুবককে হত্যা করা হয়েছে। তবে প্রাথমিক তদন্তে হত্যার রহস্য জানা যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান দুপুরে জানান, এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।