নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন টেস্টে সেঞ্চুরির হ্যাটট্রিক করেছেন। এর মধ্যে ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি খেলেছিলেন ২৫১ রানের ইনিংস। এবার পাকিস্তানের বিপক্ষে ক্রাইস্টচার্চে টেস্টে করলেন ২৩৮ রান। ওদিকে পাকিস্তান ওপেনার শান মাসুদ তিন ইনিংসে ডাক মেরেছেন। দুই শিবিরের দুই রকম ব্যাটিংয়ে সিরিজের দ্বিতীয় টেস্টে ইনিংস হার দেখছে পাকিস্তান।

প্রথমে ব্যাট করে প্রথম ইনিংস থেকে পাকিস্তান ২৯৭ রান তোলে। দলের পক্ষে সর্বোচ্চ ৯৩ রান করা আজহার আলী এই রানটাকে জয়ের জন্য যথেষ্ট বলেছিলেন। কিন্তু প্রথম ইনিংস থেকে ৬ উইকেটে ৬৫৯ রান তুলে পাকিস্তানকে ইনিংস হারের পথে ঠেলে দিয়েছে ব্লাক ক্যাপসরা। তৃতীয় দিনের শেষটায় ব্যাট করতে নেমে পাকিস্তান ৮ রান তুলে হারিয়েছে ১ উইকেট। প্রথম ইনিংস থেকে এখনও ৩৫৪ রান পিছিয়ে সফরকারীরা।

এর আগে দ্বিতীয় দিন সেঞ্চুরি করে অপরাজিত থাকা কেন উইলিয়ামসন থেমেছেন ২৩৮ রানের ইনিংস খেলে। তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি। দারুণ এই ইনিংস খেলার পথে কেন মুখোমুখি হয়েছেন ৩৬৪ বলের। মেরেছেন ২৮টি চারের মার। টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে ওঠার প্রথম টেস্টটিই তিনি রাঙিয়েছেন অসাধারণভাবে। এছাড়া টেস্টে দ্রুততম সাত হাজার রান করার কীর্তি গড়েছেন এই কিউই অধিনায়ক।

তার সঙ্গে দ্বিতীয় দিন শেষ করা হেনরি নিকোলাস তৃতীয় দিন থেমেছেন ১৫৭ রান করে। আর তৃতীয় টেস্ট খেলতে নামা ডারেল মিশেলের ব্যাট থেকে এসেছে হার না মানা ১০২ রানের ইনিংস। চতুর্থ দিন সকালে ইনিংস হার এড়ানোর লড়াইয়ে ব্যাট করতেন নামবেন আবিদ আলী ও নাইট ওয়াচম্যান মোহাম্মদ আব্বাস। পাকিস্তান এরই মধ্যে দুই টেস্টের সিরিজটায় ১-০ ব্যবধানে পিছিয়ে আছে। মঙ্গনুই টেস্টে মাত্র ৪.৩ ওভার ব্যাট করতে না পারায় হেরেছিল মিসবাহ উলের শিষ্যরা।