সকাল ৮টা থেকে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন শুরু হয়েছে।এই প্রথম ইভিএমের মাধ্যমে ভোট দিবেন মানিকগঞ্জ পৌরসভার ৫৫২০২ জন ভোটার।

জানা গেছ, ইলেকট্রনিক ভোটিং মেশিনের ২৫টি ভোট কেন্দ্রে ১৪৫টি ভোট কক্ষে ৫৫২০২জন নগরবাসীর ভোট গ্রহন চলছে। মোট ভোটার সংখ্যার মধ্যে ২৬৯৩৬ জন পুরুষ ও ২৮২৬৬ জন নারী ভোটার।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে নৌকা মার্কায় সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো.রমজান আলী ও ধানের শীষ মার্কায় সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো.আতাউর রহমান আতা প্রতিদ্বন্দ্বীতা করছেন।

উল্লেখ্য, ৯টি ওয়ার্ডে ৪৭জন সাধারণ কাউন্সিলর ও ১৫জন সংরক্ষিত (নারী) কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বী করছেন।