স্টাফ রিপোর্টার
বিজয়ের মাসে মুজিববর্ষ গৃহহীনদের মাঝে প্রধান মন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বিনামূল্যে ঘর প্রদান উপলক্ষ্যে উঠান বৈঠক করেছেন জেলা প্রশাসন। শনিবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলা কৃষ্ণপুর ইউনিয়নের বাসুদেব্পুর এলাকায় নতুন আশ্রয়ন প্রকল্পের উঠানে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৬২ শতাংশ সরকারি জমিতে ১০টি পরিবারের জন্য নতুন পাকা ঘর নির্মান হচ্ছে। শনিবার বিকেলে ঘর নির্মান কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেনের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা ভূমি কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন, ইউপি চেয়ারম্যান বিপ্লব হোসেন সেলিম, তথ্য সেবা কর্মকর্তা খুরশিদা রহমান, মুক্তিযোদ্ধ আব্দুল রারেক, জাহাঙ্গীর হোসেন, সুবিধাভোগী রওশন আরা, জমিলা খাতুন প্রমূখ।
উঠান বৈঠকে স্থানীয় লোকজন এলাকার নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন ও কর্মসংস্থানের জন্য প্রশিক্ষন ও ঋৃণে চাহিদার কথা বলেন।
জেলা প্রশাসক এসএম ফেরদৌস স্থানীয় লোকজনের সমস্যার কথা শুনে বিষয়গুলি সমাধনের আশ্বাস দেন।