সৌমিত্র চট্টোপাধ্যাকে শ্মশানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। লাশবাহী গাড়ি করে রবীন্দ্র সদন থেকে রওনা হয়েছে নিথর দেহ। স্থানীয় কেওড়াতলা মহাশ্মশানের দিকে এগিয়ে যাবে গাড়ি। বাংলা অভিনয় জগতের কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়ের অন্তিম যাত্রায় হাঁটবেন পাশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

বিকেল সাড়ে পাঁচটায় শুরু হওয়ার কথা শেষযাত্রা। পদযাত্রা করে রবীন্দ্র সদন থেকে সৌমিত্রবাবুর দেহ নিয়ে যাওয়া হবে কেওড়াতলা শ্মশানে। যেখানে রাজ্য সরকারের পক্ষে গান স্যালুট জানানো হবে প্রয়াত প্রবাদপ্রতিম অভিনেতাকে। রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে-এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 

রবিবার দুপুরে হঠাৎই অভিনেতার মৃত্যুর খবর ঘোষণা করে বেলভিউ হাসপাতাল কর্তৃপক্ষ। ৪০ দিনের লড়াই শেষ। তাঁর ওভাবে শুয়ে থাকাটা কিছুতেই মেনে নিতে পারছিল না আপামর বাঙালি। ক্যান্সারকে হারিয়ে একের পর এক ছবি উপহার দেওয়া সৌমিত্র যেন এবারটাও জিতেই ফিরবেন। এই আশাতেই বুক বাঁধছিলেন অগণিত ভক্ত। কিন্তু না, তিনি ফিরেননি। করেছেন অন্তিম যাত্রা।