মানিকগঞ্জ প্রতিনিধি ঃ ২ অক্টোবর
পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিমকে আগামী পৌর নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়ার দাবি করেছেন মানিকগঞ্জ পৌর সামাজিক কল্যাণ সমিতি। শুক্রবার দুপুরে গঙ্গাধরপট্টি এলাকায় পৌর মেয়রের বাসভবনে মানিকগঞ্জ পৌর সামাজিক কল্যাণ সমিতি পৌর নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করেন।
মানিকগঞ্জ পৌর সমাজিক কল্যাণ সমিতির সভাপতি পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাখাওয়াত হোসাইন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব সাহা, প্রকৌশলী আবুল কালাম, জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক শহীদুল ইসলাম পুলক, উদীচী সভাপতি কাজী শিউলী, পৌর আদর্শ মার্কেটের সভাপতি রবিউল আওয়াল, নাঈম বিশ^াস, তোতা মিয়া, ফরিদা বেগম, পৌর সামাজিক কল্যাণ সমিতির সভাপতি তসলিম হোসেন প্রমূখ।
বিগত নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে গাজী কামরুল হুদা সেলিম মানিকগঞ্জ পৌর সামাজিক কল্যাণ সমিতির ব্যানারে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জয় লাভ করেন। মানিকগঞ্জ পৌর সামাজিক কল্যাণ সমিতির মতবিনিময় সভায় এবার আসন্ন নির্বাচনে আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়ার দাবি করেন বক্তারা। মতবিনিময় সভায় পৌর এলাকার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার নারী পুরুষ সমেবত হন।
পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম বলেন, বিগত নির্বাচনে যে অঙ্গীকার নিয়ে নির্বাচনে জয় লাভ করেছিলাম তার বেশীর ভাগ কাজ বাস্তবায়ন হয়েছে। বেশ কিছু প্রকল্প চলমান রয়েছে আগামী কয়েক মাসের মধ্যে শহরের খালটি সৌন্দর্য বর্ন্ধন কাজ শেষ হবে। এবার নির্বাচনে পৌর সামাজিক কল্যাণ সমিতি তাকে আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকায় নির্বাচন করার জন্য দাবি তুলেছেন। তিনি মনে করেন এই দাবি অযুক্তিক নয়, এই দাবি পৌরসভার প্রতিটি নাগারিকের প্রাণের দাবি, কারণ জেলা আওয়ামীলীগের টানা ১২ বছর দলের দুঃসময়ে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। জেলায় দলকে অতীতের যে কোন সময়ের চেয়ে সাংগঠনিক ভাবে শক্তিশালী করতে অগ্রণীভূমিকা রখেছি। এবার তিনি দলের প্রধান আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার কাছে দলীয় মনোনয়ন প্রত্যাশ করেন। দলীয় মনোনয়নে পৌর মেয়র নির্বাচিত হলে তিনি একটি আধুনিক পৌরসভা মানিকগঞ্জ বাসীকে উপহার দিবেন।
বিপ্লব চক্রবর্তী