মানিকগঞ্জ প্রতিনিধি ঃ ১৫ সেপ্টেম্বর
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা কলিয়া ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে ভূমিহীনদের ঘর দেওয়ার কথা বলে ৩ লক্ষ টাকা আত্মসাত মামলার আইনজীবী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়ার কয়েক ঘন্টা পর ভূমি উপসহকারী কর্মকর্তা মুহাম্মদ রাজা মোল্লা বাদি হয়ে ওই আইনজীবীসহ তার পিতার বিরুদ্ধে থানায় মামলা করেছেন। মামলায় উল্লেখ করা হয়েছে সরকারি কাজে হুমকি ধামকি ও চাঁদা দাবী করেছেন আইনজীবী ফয়জুল ইসলাম ও তার পিতা মফিজুল ইসলাম।
দৌলতপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আইনজীবী ফয়জুল ইসলাম জানান, কলিয়া ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা মুহাম্মদ রাজা মোল্লা প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের অধিনে ভূমিহীনদের বিনামূল্যে ঘর দেওয়ার কথা বলে ১০ জনের কাছ থেকে জনপ্রতি ৩০ হাজার টাকা করে মোট ৩ লক্ষ টাকা ঘুষ নেন। ঘর দিতে না পারায় এ নিয়ে স্থানীয় ভাবে শালীসের আয়োজন করা হয়েছিল। ওই শালীসে কলিয়া ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা মুহাম্মদ রাজা মোল্লা আগস্ট মাসের মধ্যে ঘর দিতে না পারলে টাকা ফেরত দিবেন বলে প্রতিশ্রুতি দেন। নির্ধারিত সময়ের মধ্যে ঘর দিতে না পারায় ভূমিহীনদের একজনের ছেলে সাহেব আলী তাকে আইনজীবী নিযুক্ত করে কলিয়া ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা মুহাম্মদ রাজা মোল্লাকে আসামী করে মানিকগঞ্জ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৯ সেপ্টেম্বর মামলা করেন। ওই মামলায় তিনি আইনজীবী হওয়ার কারনে গত ১৩ সেপ্টেম্বর কলিয়া ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা মুহাম্মদ রাজা মোল্লার পাঠানো কয়েকজন সন্ত্রাসী রাস্তায় তাকে একা পেয়ে হুমকি ধামকিসহ হত্যার হুমকি দেন। পরে তিনি মঙ্গলবার সকালে জেলা প্রশাসক বরাবর দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ ও কলিয়া ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা মুহাম্মদ রাজা মোল্লার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। অভিযোগ দেওয়ার কয়েক ঘন্টা পর মঙ্গলবার দুপুরে দৌলতপুর থানায় তার বিরুদ্ধে ও তার পিতা মুক্তিযোদ্ধা মফিজুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছেন কলিয়া ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা মুহাম্মদ রাজা মোল্লা।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, কলিয়া ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা মুহাম্মদ রাজা মোল্লা বাদি হয়ে একটি মামলা করেছেন। মামলায় সরকারি কাজে হুমকি ধামকি ও চাঁদা দাবি করার অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিপ্লব চক্রবর্তী
মানিকগঞ্জ প্রতিনিধি