দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ ও তার কন্যা ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানমএর উপর দুষ্কৃৃতিকারীদের নির্মম ও বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানিকগঞ্জের ঘিওরে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । ৯ সেপ্টেম্বর বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, ঘিওর শাখার ব্যানারে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা সড়কে স্থানীয় মুক্তিযোদ্ধাগণ ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন । প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন- দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ ও তার কন্যা ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানমকে হত্যার উদ্দেশ্যে দুষ্কৃৃতিকারীরা নির্মম ও বর্বরোচিত হামলার ঘটনা ঘটায়। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। মানববন্ধনে বক্তারা বলেন, হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং সকল মুক্তিযোদ্ধাদের ও সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ।
গত ২৬ আগষ্ট বুধবার দিবাগত রাত তিনটায় দুষ্কৃতকারীরা ঘোড়াঘাট উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে প্রবেশ করে। হত্যার উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তার বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর আলীকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে ।