ঘিওর প্রতিনিধি। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানম, গণপূর্ত প্রকৌশলী দেলোয়ার হোসেন সহ ডাক্তার, শিক্ষক সহ সকল সরকারী কর্মকর্তা- কর্মচারীর উপর দুষ্কৃৃতিকারীদের নির্মম ও বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানিকগঞ্জের ঘিওরে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । ৬ সেপ্টেম্বর ঘিওর উপজেলা অফিসার্স ক্লাব ও নন গেজেটেড কর্মচারী সমিতির ব্যানারে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা চত্বরের মেইন ফটকে সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন । প্রতিবাদ সমাবেশে বক্তারা গণপূর্ত প্রকৌশলী দেলোয়ার হোসেনসহ ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক ও সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উপর হত্যার উদ্দেশ্যে হামলার তীব্র নিন্দা জানান। মানববন্ধনে বক্তারা বলেন, সরকারী কর্মকর্তাদের উপর হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ।
গত বুধবার দিবাগত রাত তিনটায় দুষ্কৃতকারীরা ঘোড়াঘাট উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে প্রবেশ করে। হত্যার উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তার বাবা ওমর আলীকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে ।