স্টাফ রিপোর্টার
দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা কর্মসুচীর আওয়াতায় এবার সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের বন্যা কবলিত দুঃস্থরা পেলেন খাদ্য সাহায়্য। শুক্রবার বিকেলে ইউনিয়ন পরিষদ চত্তরে তিনশ দুঃস্থ পরিবারকে দেয়া হয় পনের কেজি করে খাদ্য সামগ্রী। এনিয়ে এ পর্যন্ত বন্যা দুর্গত আট হাজার পরিবারকে বসুন্ধরা খাদ্য সহায়তা দিলো।
সামাজিক দুরত্ব নিশ্চিত করে দুঃস্থদের হাতে এই খাদ্য সহায়তা তুলে দেন মানিকগঞ্জের জেলা প্রশাসক এসএম ফেরদৌস। এসময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ, নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম, ইউপি চেয়ারম্যন হারুন অর রশিদ।
সাংবাদিকদের সাথে আলাপকালে জেলা প্রশাসক এসএম ফেরদৌস বলেন, বসুন্ধরা গ্রুপের অব্যাহত সহায়তা জেলার সার্বিক ত্রাণ কর্মসুচীতে বড় ধরণের অবদান রেখেছে। যে কোন দুর্যোগে বসুন্ধরা গ্রুপ অসহায়দের সহায়তায় এগিয়ে আসে। তারই ধারাবাহিকতায় কোরনা সংকট এবং পরবর্তিতে বন্যার প্রথম থেকেই তারা অব্যাহত ভাবে সহায়তা দিয়ে আসছে। নিজে উপস্থিত থেকে গত ছয় মাসে অন্তত ত্রিশটি পয়েন্টে জেলা প্রশাসনের তালিকা অনুযায়ী প্রকৃত দুঃস্থদের মাঝে বসুন্ধরার খাদ্য সহায়তা বিতরণ করেছেন বলে তিনি জানান। অন্যান্য বিত্তবানদের বসুন্ধরার দৃষ্টান্ত অনুসরনের আহব্বান জানান জেলা প্রশাসক।
মানিকগঞ্জে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তার বিষয়টি সার্বিক তত্বাবধান করেন গ্রুপের প্রধান উপদেস্টা মাহবুব মোর্শেদ হাসান রুনু। তিনি জানান, বন্য পরিস্থিতির উন্নতি হয়ে স্বাভাবিক অবস্থা না আসা পর্যন্ত বসুন্ধরা গ্রুপের খাদ্য সহায়তা কর্মসুচী চলবে। করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই একই ধরণের কার্যক্রম অব্যাহত রয়েছে। দুটি দুর্যোগকে সমন্বয় করে ত্রাণ কর্যক্রম পরিচালনা করা হবে। তিনি বলেন বসুন্ধরা গ্রুপের লক্ষ্যই হচ্ছে দেশ ও মানুষের কল্যাণে কাজ করা। যে কারনে সব ধরণের দুর্যোগে সাধারন মানুষের পাশে থেকেছে। এটা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের চিন্তা ও পরিকল্পনার ফসল। তিনি জানান এ পর্যন্ত মানিকগঞ্জে বন্যা দুর্গত আট হাজার পরিবারকে বসুন্ধরার পক্ষ থেকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
প্রসঙ্গত করোনাভাইরাস দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর তহবিলে ১০ কোটি টাকা অনুদান, করোনাভাইরাস আক্রান্তদের জন্য হাসপাতাল নির্মাণ, বিভিন্ন প্রতিষ্টানে সুরক্ষা দ্রব্য প্রদান, দেশব্যাপী দুঃস্থদের খাদ্য সহায়তাসহ বিভিন্ন কর্মসুচী শুরু করেছে বসুন্ধরা গ্রুপ।