রামপ্রসাদ সরকার দীপু, ষ্টাফ রিপোর্টার
মানিকগঞ্জের ঘিওর বাজারে কর্মরত প্রায় ২ শতাধিক বন্যা দুর্গত এলাকার অসহায় দরিদ্র শ্রমিকদের মধ্যে মানিকগঞ্জ জেলা বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে আজ ২০ আগষ্ট বিকালে মানবিক সহয়তা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা এ্যাডঃ আব্দুস সালাম (পিপি), বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডঃ শচীন্দ্রনাথ মিত্র। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধামস্বর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ প্রধান, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ হামিদুর রহমান আলাই, জেদ্দা বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক আব্দুল আলীম লেবু, বঙ্গবন্ধু পরিষদের সদস্য সচিব অধ্যাপক মোহাম্মদ আলী, সদস্য মোঃ মহিউদ্দিন জাহাঙ্গীর, ঘিওর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহজাহান খান, ঘিওর কালী বাড়ি নাট মন্দিরের সাধারন সম্পাদক প্রশান্ত সরকার সন্টু, সাবেক যুবলীগ নেতা কালু বেপারী, মোঃ ফরহাদ হোসেন, মোঃ মুক্তার বেপারী, ঘিওর পাবলিক লাইব্রেরী সাধারন সম্পাদক কামরুল হাসান পলাশ প্রমুখ। শেষে প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা এ্যাডঃ আব্দুস সালাম মানবিক সহায়তা প্রদান শেষে স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন।