মানিকগঞ্জ ঘিওরে নিষিদ্ধ কারেন্ট (রাক্ষোস) জালে জড়িয়ে আবির (৮) নামের এক শিশু নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পুটিয়াজানী গ্রামে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।উপজেলা নির্বাহী অফিসার ও ঘিওর থানার অফিসার ইন চার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহত আবির পুটিয়াজানী গ্রামের মোঃ লাভলু মিয়ার ছেলে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্র।
এলাকাবাসী জানান, প্রতিবছর বর্ষা মৌসুমে পানি আসার পরপরই পুটিয়াজানী খালের উপর ব্রীজের নিচের জায়গার মালিক মোঃ লেবু মিয়া জেলেদের কাছে ঐ স্থানটি ভাড়া দেয়। জেলেরা ভাড়া নিয়ে সেখানে প্রকাশ্যে সরকার নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে অবাধে মাছ শিকার করে। গতকাল আবির সেখানে গোসল করতে গেলে পানির স্রোতের টানে জালের ভিতর আটকে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ আবিরকে মৃত ঘোষণা করে।
খবর পেয়ে ঘটনাস্থলে ঘিওরের ইউএনও আইরিন আক্তার, ওসি আশরাফুল আলম, স্থানীয় চেয়ারম্যান আব্দুল আউয়াল,বানিয়াজুড়ি ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চতু ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রদান করেন।