মানিকগঞ্জ-১ আসনের প্রয়াত সংসদ সদস্য অধ্যক্ষ এ এম সাইদুর রহমানের ২৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঘিওরে বৃক্ষরোপণ করা হয়েছে । শুক্রবার (৩১ জুলাই ) বিকেলে ঘিওর উপজেলা চত্বরে উপজেলা নির্বাহি অফিসার আইরিন আক্তারের উপস্থিতিতে উপজেলা যুবলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক সোহাগ বাবু ও তথ্য ও গবেষণা সম্পাদক শরিফুল ইসলামের উদ্যোগে বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয় ।
উল্লেখ্য যে , অধ্যক্ষ এ এম সাইদুর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া আওয়ামী লীগ মনোনয়নের মাধ্যমে ১৯৭৩ সনে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। ৭৫এ বঙ্গবন্ধু হত্যার পর আওয়ামী লীগের দুর্দিনে দীর্ঘদিন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। দলীয় দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষা খাতে ব্যাপক ভূমিকা পালন করেন । প্রতিষ্ঠা করেন বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। শুধু তাই নয় ক্রীড়াঙ্গনেও তার ব্যাপক ভূমিকা রয়েছে। তিনি তৎকালীন মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়াও ঘিওর সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন তিনি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে তিনি ভিপি নির্বাচিত হন। এ ছাড়াও একাধিক গ্রন্থ রচনা করেছেন তিনি। বহুগুণে গুণান্বিত মানিকগঞ্জের বরন্য এই মহান ব্যক্তিকে মানিকগঞ্জ বাসি প্রতিবছর এই দিনটিকে ঘিরে নানা কর্মসূচীর মাধ্যমে শ্রদ্ধার সাথে স্মরণ করেন । তার পুত্র বর্তমান মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিসিবির পরিচালক , বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এ এম নাঈমুর রহমান দুর্জয়, আজকের এই দিনটিকে ঘিরে তার বাবার জন্য মানিকগঞ্জ বাসির কাছে দোয়া চেয়েছেন ।