মানিকগঞ্জ প্রতিনিধি ঃ ১ জুলাই
লোমহর্ষক হলি আর্টিজান বেকারীতে জঙ্গী তৎপরতায় নৃশংসতার চার বছর পূর্ণ হল। জঙ্গী হামলায় মানিকগঞ্জের কৃতি সন্তান ও ডিএমপির সিনিয়র এসি, রবিউল করিম জঙ্গীদের ছোড়া গ্রেনেড হামলায় নির্মমভাবে নিহত হন।
তাকে স্মরণ রাখতে মানিকগঞ্জ পুলিশ লাইন্স গেইটে স্থাপিত এসি রবিউল করিমের ম্যুরালে বুধবার সকাল সাড়ে ১০ টায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), মোহাঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), হোসাইন মোহাম্মদ রায়হান, এবং সিনিয়র জেলা বিশেষ শাখা সহকারী পুলিশ সুপার মোঃ হামিদুর রহমান সিদ্দিকী, পিপিএম ও ডিবি অফিসার ইনচার্জ হানিফ সরকার প্রমূখ।
এদিকে এসি রবিউল করিমের মৃতুবার্ষিকী উপলক্ষ্যে তার প্রতিষ্ঠিত নিজ গ্রাম কাটিগ্রামে ব্লুমস বিশেষায়িত স্কুলের শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে স্কুলের ছাত্র ছাত্রী ও তাদের অভিভাবকদের অংশগ্রহনের সামাজিক দুরত্ব বজায় রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল ভাস্কর সাহা। এসময় উপস্থিত ছিলেন কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপ্লব হোসেন সেলিম, আটিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলম সরকার, ব্লমস সভাপতি জি.আর. শওকত আলী, এসি রবিউল করিমের ছোট ভাই সাধারণ সম্পাদক শামসুজ্জামান শামস প্রমূখ
উল্লেখ্য ,২০১৬ সনের ১ জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি নামের রেস্তোরাঁয় জঙ্গি হামলায় এসি রবিউল করিম শহীদ হন।