মানিকগঞ্জ প্রতিনিধি ঃ ১ জুলাই
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান (স্বর্ণপদকপ্রাপ্ত) ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল হোসেন ও তার দুই ছেলেসহ দুই ইউপি সদস্যের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় লোকজন। বুধবার দুপুর ১২টায় হরিরামপুর উপজেলার বাহিরচর বাজারে এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে চেয়ারম্যান মো. কামাল হোসেন বলেন, তিনি দীর্ঘদিন যাবত সুনামের সাথে চেয়ারম্যান হিসেবে তার উপর অর্পিত দায়িত্ব নিষ্টার সাথে পালন করে আসছেন। ঈর্ষানিত হয়ে বিএনপি ও জামাত সমর্থক কিছু চেয়ারম্যান- মেম্বার প্রার্থী তার সুনামক্ষুন্ন করার জন্য বিভিন্ন রকম অপপ্রচার করে আসছে। তারই পরিপ্রেক্ষিতে গত ২৬ জুন এ হামলা চালানো হয়। আর এই হামলার নেতৃত্ব দেন মিজানুর রহমান, সাদ্দাম মোল্লা, ইদ্রিস আলী লাভলু, লাল মিয়া, মোস্তফা কামাল ।
এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ২নং ওয়ার্ড সদস্য মো. কামাল হোসেন, ৮নং ওয়ার্ড সদস্য শেখ সালাম, ৬নং ওয়ার্ড সদস্য মো. আব্দুল কুদ্দুস বেপারী, রামকৃষ্ণপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আফছার উদ্দিন বেপারী প্রমুখ। মানববন্ধনে বক্তারা অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি করেন।
প্রসঙ্গত, গত ২৬ জুন শুক্রবার দুপুরে রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের সামনে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন, তার দুই ছেলে হাবিবুর রহমান কাউসার ও হাসিবুর রহমান কল্লোল, ইউপি সদস্য কামাল হোসেন ও আব্দুল কুদ্দুস গুরুতর আহত হন। এ ঘটনায় চেয়ারম্যান কামাল হোসেন বাদী হয়ে গত ২৬ জুন ১৪ জনের নামে হরিরামপুর থানায় মামলা দায়ের করেছেন। তবে এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঈদ চৌধুরী জানান, ঘটনার পর পর আসামীরা এলাকা থেকে পালিয়ে রয়েছেন। তবে আসামী গ্রেপ্তারের চেস্টা চালিয়ে যাচ্ছেন।