উপজেলা প্রশাসন, ঘিওর, মানিকগঞ্জ এর পক্ষ থেকে সকলকে ঈদুল ফিতরের শুভেচছা। ইতোমধ্যে যারা আমার এবং আমার সন্তানের সুস্থতা কামনা করেছেন, তাদের সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা। মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমি এবং আমার সন্তান এখন পর্যন্ত ভালো আছি। আর যারা এখনো সচেতন হননি, এখনো মাস্ক পকেটে রেখে/ লুঙ্গির ভাজে রেখে বীরদর্পে ঘুরে বেড়ান, শপিং করতে ঢাকা, মানিকগঞ্জ যান, কোনরকম স্বাস্থ্যসুরক্ষা ছাড়াই বাজারে ঘুরে বেড়ান, নিজের সন্তানকে বাজারে ঘুরে বেড়ানোর অনুমতি দেন, সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে কর্মস্থল থেকে যখন খুশি তখন ঢাকায় /তার পার্শ্ববর্তী জেলায় কর্তৃপক্ষের বিনানুমতিতে অনায়াসে যাতায়াত করেন, তাদের জন্য আমার পক্ষ থেকে একরাশ করুণা। কারণ আপনাদের ভালো রাখতেই আমি এতোদিন মাঠে ছিলাম, আপনাদের জন্যই আজ আমি আর আমার সন্তান আইসোলেশনে আছি।
বিশ্বাস করুন বা নাই করুন, আমার উপর অর্পিত সরকারি দায়িত্ব পালনের বাধ্যবাধকতা না থাকলে আমি কখনোই ঘরের বাইরে বের হতাম না, আমার আড়াই বছরের শিশুকে ঝুঁকির মধ্যে ফেলতাম না। টেস্ট না করার কারণে আপনারা কে কেমন আছেন তা এখনো হয়তো অনেকেই জানেন না, এর ফলশ্রুতিতে আপনি আপনার পরিবার, আত্মীয়স্বজনকে বিপদের দিকে ঢেলে দিচ্ছেন প্রতিনিয়ত।
আর কত আক্রান্ত, কত মৃত্যু হলে আপনি আপনার অবস্থান থেকে সচেতন হবেন?