মানিকগঞ্জ প্রতিনিধি ঃ ১১ মে। মানিকগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালের ১০০-শয্যাবিশিষ্ট করোনা আইসোলেশন ওয়ার্ডের জন্য ১০ সেট অক্সিজেন সিলিন্ডার, ১শত পিপিই, ফেসশিল্ড ও গগলস দিয়েছে মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার সকালে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দের হাতে এসব করোনা চিকিৎসা সরঞ্জাম তুলে দেন মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান ও একাডেমিক কো-অর্ডিনেটর ডা. ফাহমি ইকবাল রাব্বি।
উল্লেখ্য, করোনা আক্রান্ত রোগীদের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালের আসোলেশন ওয়ার্ডের সংখ্যা ১৭ থেকে বাড়িয়ে ১০০-তে উন্নীত করা হলেও চিকিৎসা সরঞ্জামের পর্যাপ্ততা নেই।