ওবায়দুর রহমান, ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি, ১০ মে। আজ রবিবার বিকাল ৩টায় মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় করোনায় ক্ষতিগ্রস্থ হত দরিদ্র পরিবারের মাঝে বিতরণের জন্য আশার পক্ষ হতে ২০০ ব্যাগ খাদ্য সামগ্রী ঘিওর উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার এ খাদ্য সহায়তা গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ’মি) আফিয়া সুলতানা কেয়া, আশার সিনিয়র ডিষ্ট্রিক ম্যানেজার সমীর চন্দ্র রায়, রিজিওনাল ম্যানেজার প্রণব চন্দ্র দত্ত, ব্রাঞ্চ ম্যানেজার মোঃ নাসির উদ্দিন ভ’ইয়া, সহকারী ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মোজাফ্ফর হোসেন এবং লোন অফিসার মোঃ জহিরুল ইসলাম রতন।
আশার সিনিয়র ডিষ্ট্রিক ম্যানেজার সমীর চন্দ্র রায় বলেন, আশা নিজস্ব অর্থে এ খাদ্য সহয়তা দিচ্ছে। করোনা সংক্রমণ ঝুকি নিরসনে সাধারণ মানুষকে সচেতন করতে আশার পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হচ্ছে। তিনি আরো বলেন, প্রতি ব্যাগে ১০ কেজি চাউল, ২ কেজি ডাউল, ২ কেজি আলু, ১ কেজি লবণ, ১ লিটার তেল রয়েছে।