মাদারীপুরে খাবারের সাথে বিষ মিশিয়ে নিষ্ঠুরভাবে ১৫টি বানরকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। মঙ্গলবার বিকেলে মাদারীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকার মধ্যখাগদি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার সকালে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে বন বিভাগ। হত্যা করা বানর পুলিশ উদ্ধার করে প্রথমে সুরতহাল করেছে এবং ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। বানর হত্যার তদন্ত শুরু করেছে সদর থানা পুলিশ।
এলাকাবাসী জানায়, বিকেলে ওই এলাকায় অপরিচিত বেশ কয়েকজন যুবক কলা, মুড়ি, চিড়া খাবার হিসেবে বানরদের খেতে দিয়ে চলে যায়। খাবার খেয়ে মুহূর্তেই মুখ দিয়ে রক্ত বের হতে থাকে বানরদের। ছটফট করে মাটিতে ঢলে পড়ে বেশ কয়েকটি বানর। ঘটনাস্থলে ১৫টি বানরের মৃতদেহ পড়ে থাকে। এমন নির্মম ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বন বিভাগের কর্মকর্তারা। এ ঘটনায় সদর থানায় অভিযোগ দিয়েছে সামাজিক বন বিভাগ।
খোঁজ নিয়ে জানা যায়, চরমুগরিয়া এলাকায় প্রায় আড়াই হাজার বানরের বসবাস। বানরগুলো খাবার সংকটে এখন বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে মূল শহরেও ঢুকে পড়েছে। দীর্ঘদিন ধরে বানরের খাবার সংকট চলমান থাকার পরে ৩ মাস আগে ৭৬ দিনের একটি কর্মসূচি চালু করে সরকার। যা চলতি সপ্তাহে শেষ হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বানরের খাবারের তীব্র সংকট দেখা দেওয়ায় বানরগুলো দলে দলে ভাগ হয়ে লোকলয়ে বসবাস শুরু করে। এর মধ্যে কিছু বানরকে স্থানীয়রা স্বেচ্ছায় সকাল-বিকেল খাবার দেয়। তবে কিছু অভুক্ত বানর খাবার না পেয়ে কিছু লোকের বাড়িতে প্রায়ই হানা দেয়। কখনো কখনো ঘরে ভেতরে প্রবেশ করে খাবার ছিনিয়ে খায়।
মধ্যখাগদী এলাকার একজন বলেন, বানর তো আমাদের বাড়িতে জ্বালায়। কিন্তু উৎপাত সহ্য করতে না পেরে কখনো ইটপাটকেল ছুড়ে মারি। আবার ঘর থেকে খাবার এনে ওদের নিজ হাতে খাওয়াই। কিন্তু বানরগুলোকে কেউ বিষ খাওয়াইয়া একবারে মেরে ফেলতে পারে তা ভাবতেই কষ্ট হচ্ছে।
মাদারীপুর পরিবেশবাদী সংগঠন ‘ফ্রেন্ডস অব নেচার’-এর প্রতিষ্ঠাতা পরিচালক রাজন মাহমুদ বলেন, বিষ প্রয়োগে ১৫টি বন্যপ্রাণী মেরে ফেলা অত্যন্ত দুঃখজনক এবং দণ্ডনীয় অপরাধ। আমাদের পরিবেশ ধ্বংস করার জন্য কিছু দুষ্ট প্রকৃতির মানুষ এখনো তৎপর। অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য আমি কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।
মাদারীপুর সামাজিক বন বিভাগের দায়িত্বরত কর্মকর্তা ইদ্রিস মিয়া বলেন, মাদারীপুর চরমুগরিয়ায় প্রায় দুই থেকে আড়াই হাজার বানর বসবাস করে। বন বিভাগের পক্ষ থেকে নিয়মিত বানরগুলোকে খাবারও দেওয়া হয়। কিন্তু মঙ্গলবার বিকেলে ওই এলাকার ১৫টি বানর মারা গেছে। তার মধ্যে স্থানীয়রা ১১টি বানরকে মাটি দিলেও নমুনা হিসেবে পরীক্ষার জন্য একটি বানরকে প্রাণিসম্পদ অফিসে নিয়ে আসা হয়েছে। এদিকে এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা বলেন, বানর মারার কথা শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বানরদের নিয়ে এসে সুরাতহাল করে। এখন বানরের ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ বিষয়ে বন বিভাগ থেকে লিখিত অভিযোগ দায়ের করেছে। বানর মারা যাওয়ার ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি। বানর মারার সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়ার সাথে সাথেই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।
মাদারীপুর জেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা তাপস কুমার সেনগুপ্ত বলেন, আমরা আজ (মঙ্গলবার) বিকেলে বানরদের খাবার দিয়েছি। গত তিন মাস ধরে খাবার দেওয়া হচ্ছে। খাবারের কোনো সমস্যা নেই। কিন্তু যারা বিষ প্রয়োগ করে বানরগুলোকে মেরেছে তারা জঘন্যতর অপরাধ করেছে। রাতে আমাদের বন বিভাগের লোক ঘটনাস্থল পরিদর্শনে গেছেন। যা এ কাজটি করেছে তাদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেব। এ ছাড়া আমি বিষয়টি স্থানীয় এমপি শাজাহান খান, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সবাইকে অবগত করেছি।