মিলন মাহমুদ, বিশেষ প্রতিনিধি : ৪ মে। মানিকগঞ্জের সিঙ্গাইরে আল্লাহ ও রাসূল ( সাঃ) কে নিয়ে ফেইসবুকে কটুক্তি করায় সঞ্জয় সরকার (২৭) নামের আরো এক যুবককে আটক করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে সিলেটের হবিগঞ্জ শহর থেকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে আটক করেন সিঙ্গাইর থানা পুলিশের এসআই মোঃ আনোয়ার হোসেন পিপিএমের সঙ্গীয় ফোর্স। সিঙ্গাইর থানার শান্তিপুর পুলিশ ফাঁড়ি তথ্যটি নিশ্চিত করেছেন। সঞ্জয় সরকার রাজ কুমার সরকারের ছেলে। এর আগে গত রোববার একই ঘটনায় রনি সত্যার্থী (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় থানা পুলিশ।

সূত্রে জানা গেছে, গত ২৪ এপ্রিল রনি সত্যার্থী তার ব্যক্তিগত ফেজবুক আইডি (roni sattyarthi) থেকে হযরত মোহাম্মদ (সাঃ) কে ‌নিয়ে অপমানজনক পোস্ট ও মন্তব্য প্রকাশ করে। পোস্টটি শনিবার (৩ মে) ফেসবুকে ভাইরাল হয়। পোস্টটিতে সঞ্জয় সরকার মহানবী (সাঃ) কে নিয়ে বাজে ও কটুক্তি মূলক কমেন্ট করে। পরে রবিবার সকালে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানেরা বিক্ষোভ করে। এবিষয়ে যুবলীগ নেতা এসএম আলমগীর হোসেন বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে মামলা করেন । মামলার প্রেক্ষিতে সিঙ্গাইর থানা পুলিশ রবিবার রনি সত্যার্থীকে আটক করে। সঞ্জয় সরকার মামলার ২নং আসামী এবং রনি সত্যার্থীর খালাতো ভাই বলে জানা গেছে।
এসআই মোঃ আনোয়ার হোসেন জানান, আমাদের মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি মামলার ২ নং আসামী সঞ্জয় সরকারকে তথ্য প্রযুক্তির মাধ্যমে আজ সকালে হবিগঞ্জ শহর থেকে আটক করা হয়।