মানবতাবিরোধী আইনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দেলাওয়ার হোসেন সাঈদীর মুক্তি চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় গ্রেপ্তার করা হয়েছে মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার তেরশ্রী কেএন ইন্সষ্টিউশন স্কুলে এক শিক্ষককে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, গ্রেপ্তারকৃত শিক্ষক ঘিওর উপজেলার তেরশ্রী কে. এন ইন্সটিটিউশনের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ সোলায়মান ইসলাম (৪০) ।  তার বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের আবুডাঙ্গা গ্রামে। 

শনিবার (২ মে) রাতে তিনি তার ফেসবুকে দেলাওয়ার হোসেন সাঈদীর মুক্তি চেয়ে স্ট্যাটাস দেন। পরে যুবলীগ নেতা সোহাগ বাবু বাদী হয়ে ঘিওর থানায় অভিযোগ দায়ের করলে রোববার রাতেই তাকে গ্রেপ্তার করা হয়। ওই শিক্ষকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে জানিয়ে তিনি বলেন তাকে আদালতে পাঠানো হয়েছে।