২৯ এপ্রিল। করোনাভাইরাস সংক্রমণরোধে প্রশাসনের সিদ্ধান্তে গত ১৯ এপ্লিল থেকে পুরো মানিকগঞ্জ জেলা  লকডাউনে। সিদ্ধান্ত অনুযায়ী লকডাউনের আওতায় পড়বে না ওষুধের দোকন। নির্দিষ্ট সময় পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে। বাকি সব দোকান থাকবে বন্ধ। কিন্তু আজ বিশেষ কায়দায় কিছু কিছু দোকান খুলতে দেখা গেছে। অথচ লকডাউন প্রত্যাহারের কোনো নির্দেশনা আসেনি।

মানিকগঞ্জ শহরের প্রধান সড়ক শহীদ রফিক সড়কের বেশ কয়েকটি কাপড়, গার্মেন্ট, টেইলার, কসমেটিকস, জুতা, মোবাইল ফোনের দোকান খোলা দেখা গেছে। তবে দোকানের দরজা বা শাটার ছিল অর্ধেক খোলা। গ্রাহক আসলে দরজা বন্ধ করে ভেতরে কেনাবেচা হয়েছে। গ্রাহক চলে গেলে আবার দরজা অর্ধেক খুলে দেওয়া হয়েছে। সাবধানী দোকানদাররা গাড়ির শব্দ পেলেই পুলিশ মনে করে ঝটপট দোকানের দরজা বন্ধ করে দিয়েছে। বেশ কয়েকবার অন্য গাড়ির শব্দে দোকান বন্ধ করায় তাদের হাসাহাসি করতেও দেখা গেছে।

প্রসঙ্গত, আজ পর্যন্ত মানিকগঞ্জে ২১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর চারজনই মানিকগঞ্জ পৌরসভার শহীদ রফিক সড়কসংলগ্ন বাসিন্দা।

সূত্র- কালের কন্ঠ।