বিপ্লব কুমার সাহা, ২৮ এপ্রিল। মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় আজ আরো একজন করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়েছে । তিনি ঘিওর উপজেলা পয়লা ইউনিয়নের কান্দাকুষ্টিয়ার বাসিন্দা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন ।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সৌমেন চৌধুরী জানান, গতকাল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করা হয় । আজ তার রিপোর্টে করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে । তাকে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলশনে রাখা হয়েছে । আগামীকাল হাসপাতালে কর্মরত তার সংস্পর্শে আসা সকল কর্মকর্তা ও কর্মচারীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করা হবে । তিনি আরো জানান, ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলশনে ৫ জন রোগী রাখার ব্যবস্থা রয়েছে ।
ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার এ বিষয়ে নিশ্চিত করে জানান, করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলশনে রাখা হয়েছে । এছাড়া আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা তার পরিবারসহ ৭টি পরিবারকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ প্রদান করা হয়েছে।
এরআগে বানিয়াজুরীর শোলধারা গ্রামে আরো একজন রোগী সনাক্তা হয়েছে।