জনমত ডেস্ক, ২৫ এপ্রিল। পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

করোনাভাইরাস মহামারির মধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে শুক্রবার থেকে রোজা রাখা শুরু করেছেন মুসলমানরা। শুক্রবার ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে একটি ভিডিও পোস্ট করেন ট্রুডো। ভিডিওতে সবাইকে সালাম দিয়ে তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম। কানাডা ও বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা আজ থেকে রোজা রাখা শুরু করছেন। মাসজুড়ে মানুষ ইবাদত করবে। সারাদিন রোজা শেষে সন্ধ্যায় তা ভঙ্গ করবে।’

এ সময় রমজান উপলক্ষে মুসলমানদের প্রতি ইসলামের মূল্যবোধ অনুযায়ী যথযাথ সম্মান প্রদর্শনের আহ্বান জানান তিনি। ট্রুডো বলেন, ‘নিঃসন্দেহে এবছরের রজমান হবে সম্পূর্ণ আলাদা।’

তিনি বলেন, ‘কানাডার মুসলমানরা সবসময়ই আমাদের এই দেশকে অপেক্ষাকৃত ভালো ও শক্তিশালী জায়গা হিসেবে গড়ে তুলতে অবদান রাখছে এবং এই মাসেও এর ব্যতিক্রম হবে না।’

কানাডার প্রধানমন্ত্রী বলেন, ‘প্রবীণদের খাদ্য সহায়তার জন্য বিভিন্ন সংস্থা ইতিমধ্যেই সহযোগিতা শুরু করেছে। আমাদের সম্মুখ সারির কর্মীর জন্য প্রয়োজনীয় মেডিকেল সরঞ্জাম সংগ্রহ করছে।’

ট্রুডো বলেন, ‘আমি স্বীকৃতি দিতে চাই সেই সব গুরুপূর্ণ কর্মীদের যারা রোজা রেখেও আমাদের সেবা দিয়ে যাচ্ছে। তারা তাদের কাজ করে যাচ্ছে এবং আমাদের সবার নিজেদের কাজ করে যাওয়া প্রয়োজন।’

‘সুতরাং এ বছর বাসায় থেকে রোজা পালন করুন। মসজিদ বা কমিউনিটি সেন্টারে বন্ধুদের সঙ্গে ইফতার না করে তাদের সঙ্গে অনলাইনে যুক্ত হন,’ বলেন তিনি।

ট্রুডো বলেন, ‘কেনাকাটার জন্য সপ্তাহে একবার বাইরে যান। এবং যদি বাইরে যাওয়ার প্রয়োজন হয় তাহলে অন্তত দুই মিটার দূরত্ব বজায় রাখুন। এবারের রমজান স্বাভাবিক সময়ের চেয়ে ভিন্ন হবে।’

ভিডিওতে সোফিয়া এবং পরিবারের পক্ষ থেকে সবাইকে শান্তিপূর্ণ রমজান পালনের শুভেচ্ছা জানান তিনি।