ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি, ২৪ এপ্রিল। মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের শোলধারা গ্রামে এক কোরনা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। তার নাম জাহিদ হোসেন(৩৫)। সে নারায়নগঞ্জে বসবাস করতেন। তাকে বাড়িতেই আইশোলেশনে রাখা হয়।
এলাকা সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল সে নারায়নগঞ্জ থেকে শোলধারার গ্রামের বাড়িতে আসে। তার ভিতর করোনাভাইরাসের কোন উপসর্গ না থাকার পরেও আশেপাশের লোকের সন্দেহ নিরাশনের জন্য সে গতকাল নিজে বাই সাইকেল চালিয়ে এসে ঘিওর উপজেলা ৫০ শয্যার হাসপাতালে নমুনা দিয়ে যান। আজ শুক্রবার পরীক্ষায় ফল এলে জানা যায় সে কোরনা ভাইরাসে আক্রান্ত।
আজ বিকালে ঘিওর উপজেলা নির্বাহী অফিসার, শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, ঘিওর থানার অফিসার ইন চার্জ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ অন্যান্যরা উপস্থিত থেকে বাড়িটি লকডাউন ঘোষণা করেন।
উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার জানান, মোঃ জাহিদ হোসেন(৩৫), পিতাঃ মোঃ জনু মোল্লা কোভিড-১৯ পজিটিভ হওয়ায় তার বাড়িটি লকডাউন ঘোষণা করা হয়। তার সংস্পর্শে আসা পরিবারের ৭ জন সদস্যের কোভিড-১৯ এর সংক্রমণ আছে কিনা তা জানার জন্য আগামীকাল স্যাম্পল সংগ্রহ করা হবে। সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য ও স্বেচ্ছাসেবক টিমকে সবসময় খোঁজখবর রাখার জন্য দায়িত্ব দেয়া হয়। তিনি আরো বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে আমরা যেন সামাজিকভাবে হেয় প্রতিপন্ন না করি। এটা কোন অপরাধ নয়। আপনিও অসাবধানতার কারণে এই অদৃশ্য ভাইরাসে আক্রান্ত হতে পারেন। করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি এবং তার পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা করতে উপজেলা প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ।