মিলন মাহমুদ, বিশেষ প্রতিনিধি, ২০ এপ্রিল। সিংগাইর উপজেলার ১টি পৌরসভা, ১১টি ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে লকডাউনে থাকা অসহায় হত দরিদ্র ৩ হাজার ৬শত পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান সফিউল আরেফিন টুটুল ও তার ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক দেওয়ান জাহিদ আহমেদ টুলু।

আজ সোমবার(২০ই এপ্রিল) সকাল ১১ টার দিকে সিংগাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে সামাজিক দুরুত্ব বজায় রেখে দেওয়ান সফিউল আরেফিন টুটুল ও তার ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক দেওয়ান জাহিদ আহমেদ টুলুর নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেন। এদিন সিংগাইর পৌরসভা, সিংগাইর সদর ইউনিয়ন, তালেবপুর ইউনিয়নের ৯শত দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেন। অন্যান্য ইউনিয়নের অসহায় পরিবারের মাঝে পর্যায়ক্রমে খাদ্য সামগ্রী প্রদান করা হবে বলে তাঁরা জানান। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল-চাল, ডাল, আলু, লবন।

এ ত্রাণ সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন-মানিকগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ মোঃ লুৎফর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সায়েদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ ওবায়দুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ জাহিদ খান উজ্জ্বল, পৌরসভা প্যানেল মেয়র মোঃ সমেজ উদ্দিন, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, কাউন্সিলর আব্দুস সোবহান, মোঃ কামাল হোসেন, মোঃ শামছুল ইসলাম, জার্মিত্তা ইউপি সদস্য মোঃ শাহজাহান, সাবেক কাউন্সিলর মোঃ কাউছার আহমেদ প্রমুখ।