এম আকতার হোসেন, ১৪ এপ্রিল। করোনা সংকটে কর্মহীন ও দুস্থদের মাঝে গত মার্চ মাসের শুরু থেকে ব্যক্তিগতভাবে খাদ্য সহায়তা কর্মসূচি চালু করেন মানিকগঞ্জ প্রেস ক্লাবের আজীবন সদস্য ও বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা মাহাবুব মোর্শেদ হাসান রুনু। এ ছাড়াও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের পক্ষ থেকে এক হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন। এবার তাঁর খাদ্য সহায়তা পেলেন পাঁচ শ দুস্থ।
আজ দুপুরে মানিকগঞ্জ প্রেস ক্লাব চত্তরে এই খাদ্য বিতরণ করা হয়। প্রতিজন পেলেন ৫ কেজি আটা ও ১ কেজি চিনি। মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তীসহ সকল সদস্য উপস্থিত থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য বিতরণ করেন।
সভাপতি গোলাম ছারোয়ার ছানু জানান, ক্লাবের আজীবন সদস্য মাহাবুব মোর্শেদ হাসান রুনু এ পর্যন্ত নগদ ৫ লাখ টাকা, ৪ মেট্রিকটন চাল, ১০ মেট্রিকটন আটা, ২ মেট্রিকটন ডালসহ তেল, চিনি, আলু খাদ্য সাহায়তা দিয়েছেন। এ ছাড়াও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষ থেকে এক হাজার পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। এই কর্মসূচি চলমান থাকবে এপ্লিল মাস পর্যন্ত। তবে প্রয়োজন হলে কর্মসূচির মেয়াদ বাড়ানো হবে।
মানিকগঞ্জ প্রেস ক্লাব, মানিকগঞ্জ পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে এই খাদ্য সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
মাহাবুব মোর্শেদ হাসান রুনুর উদ্ধৃতি দিয়ে গোলাম ছারোয়ার বলেন, সামাজিক দায়বন্ধতা থেকে তিনি এই খাদ্য সহায়তা কর্মসূচি চালু করেছেন। তিনি সকল বিত্তবানদের এই সংকটে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।