জনমত ডেস্ক, ১২ এপ্রিল। ত্রাণ বিতরণের ছবি তুলে সেই ত্রাণ কেড়ে নিয়ে দরিদ্র মানুষদের মারধর করা চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আবছারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

রোববার বিকালে স্থানীয় সরকার বিভাগ থেকে বরখাস্ত বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে করোনা পরিস্থিতি মোকাবিলায় বরাদ্দকৃত ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে চেয়ারম্যান নুরুল আবছারকে বহিষ্কার করা হয়েছে বলে উল্লেখ করা হয়। এছাড়া কেন তাকে চুড়ান্তভাবে বহিষ্কার করা হবেনা আগামী একশ’ দিনের মধ্যে তার কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। 

গত ০৬ এপ্রিল চেয়ারম্যান নুরুল আবছার ২৬টি অসহায় পরিবারকে ত্রাণ বিতরণ করে ছবি তোলার পর সেই ত্রাণ কেড়ে নেয়। ঘটনার প্রতিবাদ করে চেয়ারম্যান ও তার লোকজনের হাতে মারধরের শিকার হন অসহায় পরিবারের সদস্যরা।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকতা রুহুল আমীন জানান, চেয়ারম্যান নুরুল আবছারের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তে সত্য প্রমানিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে নুরুল আবছার বলেন, তাকে হেয় করার জন্য পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।

সূত্র- ইউএনবি।