মিলন মাহমুদ, বিশেষ প্রতিনিধি:
দেশে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় যখন সবাই ঘরমুখি। তখন দেশের দিনমজুর শ্রেণীর লোকগুলো পরিবার নিয়ে পড়েছে বিপাকে। হয়েছে কর্মহীন। যার সুবাধে আজ বৃহস্পতিবার (৯ই এপ্রিল) দুপুর আড়াই টার দিকে উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লার নেতৃত্বে পৌর এলাকার নয়াডাঙ্গী মহল্লার,ঢাকার মিরপুরে বসবাসরত বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো.মিজানুর রহমানের সহযোগীতায় সিংগাইর ফসল এগ্রো-ইন্ডাস্ট্রির নিজস্ব অর্থায়নে পৌরসভা ১ নং ওয়ার্ড ও সায়েস্তা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের অতিদরিদ্র শতাধিক পরিবারের মাঝে সামাজিক দুরুত্ব বজায় রেখে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- ৫ কেজি চাউল,২ কেজি আলু,১ কেজি ডাউল,১ কেজি তৈল,১ কেজি লবন।
এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও করোনা বাজার মনিটরিং কমিটির সদস্য সচিব মো.জাহাঙ্গীর হোসেন, কৃষি কর্মকর্তা ও করোনা মনিটরিং কমিটির সদস্য মো.টিপু সুলতান স্বপন, খাদ্য পরিদর্শক মো.শাহীন মিয়া, ফসল এগ্রো ইন্ডাস্ট্রির ডাইরেক্টর মো.ফজলুর রহমান মিলন, সিংগাইর পৌর আওয়ামীযুবলীগের সভাপতি মো.এমদাদ হোসেন মুকুল, পৌর সভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মো.আব্দুস সোবহান, সায়েস্তা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার মো.আব্দুল আজিজ প্রমুখ।