জনমত ডেস্ক ৯ এপ্রিল। নারায়ণগজ্ঞ শহরের জামতলা এলাকার বাসিন্দা আফতাব উদ্দিন (৭০) করোনা উপসর্গ নিয়ে মারা যান। ঘরের মধ্যে খাটের ওপর কয়েক ঘণ্টা পড়ে ছিল তার মরদেহ। করোনা সংক্রমণের ভয়ে পরিবারের কেউ তার নিথর দেহ স্পর্শ করেননি। তাকে দাফনেরও কোনো আয়োজন করেননি তারা। পরে খবর পেয়ে তার দাফনে এগিয়ে আসেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। তিনি ও তার স্বেচ্ছাসেবক দল ওই ব্যক্তির দাফন সম্পন্ন করেন।

মাকসুদুল আগেই ঘোষণা দিয়েছিলেন, কেউ করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে এবং তাকে দাফনের জন্য যদি কাউকে না পাওয়া যায় তাহলে তিনি লাশের দাফন করতে আগ্রহী। গতকাল বুধবার করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ওই ব্যক্তির পরিবারের কাছ থেকে খবর পান কাউন্সিলর খোরশেদ। পরে স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে ওই বাড়ি থেকে লাশ নিয়ে আসেন এবং গোসল দিয়ে দাফনের ব্যবস্থা করেন।

কাউন্সিলর খোরশেদ বলেন, আফতার উদ্দিন করোনায় মারা গেছেন কিনা জানি না। তবে তার পরিবারের কাছ থেকে ফোন পেয়ে ছুটে গেছি। পরে লাশের দাফন সম্পন্ন করেছি। এ কাজে তার সঙ্গে ছিলেন স্বেচ্ছাসেবক আরিফুজ্জামান হীরা, হাফেজ আকরাম ও জুনায়েদ। হাফেজ আকরাম জানাজা পড়িয়েছেন।

আফতাব উদ্দিনের ঘনিষ্ঠ এক বন্ধু বলেন, সে অনেক আগে থেকেই নানা রোগে ভুগছিল। তার করোনায় আক্রান্ত হওয়ার কারণ দেখি না।