সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি, ৭ এপ্রিল। মানিকগঞ্জের সিংগাইরে পৌর এলাকা লক ডাউনের পর উপজেলার জামিরতা ইউনিয়ন ও জয়মন্টপ ইউনিয়নের বাজার কেন্দ্রীয় জামে মসজিদকে প্রাতিষ্ঠানিক লক ডাউন ঘোষণা করেছেন সিংগাইর উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুই সপ্তাহ আগে চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা থেকে দুইজন কৃষি শ্রমিক জামিরতা ইউনিয়নে কাজ করতে এসেছিলেন। পরে বুধবার তাদের একজনের সর্দি, কাশি ও শ্বাসকষ্ট দেখা দিলে ৪ এপ্রিল শনিবার দুইজন শ্রমিকই চাপাইনবাবগঞ্জ তাদের গ্রামের বাড়ি চলে যান । সোমবার রাতে খবর আসে ওই অসুস্থ শ্রমিক মারা গেছে যার বয়স ৪৬ বছর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা বলেন, ওই কৃষি শ্রমিক করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ায় এবং জামিরতা ইউনিয়নে কাজ করছেন বিধায় আজ মঙ্গলবার ইউনিয়ন লক ডাউন করা হয়েছে।
অপরদিকে উপজেলার জয়মন্টপ বাজার জামে মসজিদ প্রাতিষ্ঠানিক লক ডাউন ঘোষণা করেছেন উপজেলা প্রশাসন। সোমবার সহকারী কমিশনার মেহের নিগার সুলতানা আইনশৃঙ্খলা বাহিনীসহ এসে মসজিদে থাকা মোয়াজ্জীনসহ তাবলীগ জামাতের ২৬ সদস্যকে মসজিদেই প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইন দেন।
মসজিদ কমিটি সূত্রে জানা যায়, রবিবার স্থানীয় ছাত্র তাবলীগ জামাতের ২৬ সদস্য বরিশাল থেকে এসে মসজিদে অবস্থান নেন। সংবাদ পেয়ে উপজেলা প্রশাসন মসজিদের গেটে তালা দিয়ে এবং গ্রাম পুলিশ রেখে তাদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
বার্তা প্রেরক মিলন মাহমুদ, সিংগাইর প্রতিনিধি।